যতক্ষনে বুড়ো আঙ্গুল উপরে দিয়েছো ঠেলে – ঐটুকুই তো কবিতার পরমায়ু ! ওই ক্ষীণ ডাক , কি আর অবনী শুনতে পায় , লিমেরিকে যার ফুরিয়েছে প্রাণবায়ু ।
বৃষ্টি
তার বেয়ে – কয়েক ফোঁটা চলে যায় চুপচাপ । অবশিষ্ট কিছু – গায়েই শুকায় , ধার নিয়ে উত্তাপ ।।
প্রেমবিনিময়
গালে-গাল লেগে আছে , আজকের পিক্সেলে । যেমন সুর লেগে থাকতো আগে – পিওনের চিঠির সাইকেলে ।
সংজ্ঞা
দীর্ঘ-কবিতা ঘন করে করে লিমেরিকে তুলে রাখি নিম্নচাপ জড়ো করে রাখা দাপানো কালবোশেখী
Abroad: to be or not to be
আমি, তুমি, সে এবং বিদেশ আজ আমরা ক’জন, শুয়ে থাকি বালিয়াড়ে – সূর্য ডুবতে দেখে যাই পারাপারে । গুনে নেই এই আকাশে ক’টা তারা । অন্য দেশের ব্যালকনি থেকে গুনবো , সেখানে বরাদ্দ রয়েছে কিনা এই নক্ষত্রেরা । এরপর কেউ পাতবে নতুন ঘর , কারোর থাকবে দেশে-দেশে সংসার , আমার মতন আছে কিছু ভবঘোরা । […]
Vengeance
অনির্বান অনির্বান ভেবে – অনেকেই আছে , ভাপ নেয় ফাঁকতালে । ঠিক ক’জন এসে জ্বালানি রেখে দেয় ? হাতে-গোনা , মুষ্ঠিমেয় ! তাঁদের জন্য তুলসীর থানে প্রদীপ জ্বেলে যেও । বাকি যে অসংখ্য অহৃদ-অবতার , তাঁদের জন্য বনের পথে দাবানল জ্বেলে দিও ।
Chameleon
Confess আমি সেসব হেরোর দলে পড়ি যাদের পৃষ্ঠায় ভরা প্রেমের কবিতা , আর বিছানার দ্বীপে বালিশেতে গড়াগড়ি । উষ্ণতম লাইনেও থাকে মিথ্যার সংলাপ ! ‘ বিপ্লব চাই , বিদ্রোহ হোক ‘- উগড়ে দেয় কলম । পারতপক্ষে এড়িয়ে যাই , মিছিলের সাথে আলাপ ! আমি ,ভীতু ! ভিখারির দিকে তাকাই না সরাসরি । জেনেছি ভিক্ষা কখনো […]